মোমবাতির মিছিল
সোমা সাহা
হঠাৎ কড়া নাড়ে দরজায়,
বিষন্ন বিকেল।
সরে যায় ঘুম জানালার ,ধূসর পর্দা।
ফুটে ওঠে রাজপথে,
মৃত শকুনের রক্তাক্ত অবয়ব।
বারুদের গন্ধে ঝাপসা হয়ে আসে,
নাগরিক ক্যানভাস।
ক্রমশ মুখ ঢাকে বিজ্ঞাপনে,
মোমবাতির মিছিল।।
সাহিত্য শুধু চিত্ত বিনোদনের বিষয় নয় চিত্ত নির্মাণেরও বিষয়।
হঠাৎ কড়া নাড়ে দরজায়,
বিষন্ন বিকেল।
সরে যায় ঘুম জানালার ,ধূসর পর্দা।
ফুটে ওঠে রাজপথে,
মৃত শকুনের রক্তাক্ত অবয়ব।
বারুদের গন্ধে ঝাপসা হয়ে আসে,
নাগরিক ক্যানভাস।
ক্রমশ মুখ ঢাকে বিজ্ঞাপনে,
মোমবাতির মিছিল।।