দুটি কবিতাঃ মলয় চৌধুরী

দুটি কবিতা

একঘরে

যে যেখানে যাচ্ছে ছবি সাঁটাচ্ছে
অথচ প্রত্যেকে দূরে দূরে ,
মানচিত্রে আঙুল বুলিয়ে ঘুরে নিচ্ছে
আপাত ঘেঁষাঘেঁষি ভূভাগ।
শাখা নদী, উপনদী, জঙ্গলে পাহাড়ে
পাগলা তুই চিরকাল একঘরে।

প্রতিদিন বাঁচ

এই পচে যাওয়া শরীর এবং মন
দ্রুত ক্ষয়ে যাওয়া প্রবাদ প্রবচন
কোন মাটিকেই রসসিক্ত করবে না,
বরং উদোম রৌদ্রে তাকে সেঁকে
পৃথিবীকে ঘোরাও উল্টো দিকে ।
হে পাগল , তুমি আছ
মৃত্যুকে ল্যাঙ মেরে প্রতিদিন বাঁচ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *