কবিতাঃ সুশান্ত সেন
১ যুদ্ধ
যুদ্ধ চালিয়ে যান
যুদ্ধ চালিয়ে গেলে খুব লাভ।
অনেক যুদ্ধাস্ত্র তৈরি হবে
ফাটানো হবে হাউই এর মত
আর আগুনে পুড়তে পুড়তে নিরো
বা হিরোশিমার আকাশে
‘ ফ্যাট ম্যান ‘ হেসে হেসে বেহালা
বাজাবেন, বাজাতেই থাকবেন
যতক্ষণ না বেশ কিছু সম্পত্তি
গায়েব করা যায়।
যুদ্ধ যুদ্ধ খেলা চলতে থাকুক।
বারোমাস।
২. স্বাধীনতা
মনের স্বাধীনতা ত অবিনশ্বর
কেউ পারেনা ছিনিয়ে নিতে।
সেখানে নেই আঁধার কার্ড, নেই প্যান কার্ড
নেই ইলেকট্রন দুনিয়ার
পরাধীনতা।
তাই ই মেল এ
যখন তখন এন্তার
ছাই ভষ্ম লিখে যাই।
আপনি পড়ুন কি না পড়ুন।
কোনো এক সময় কোন একটা লেখায়
আপনি কিছু একটা খুঁজে পাবেন
আর তখনই বোমার মত
আপনি ফেটে পড়বেন। কোনো একদিন।
তারই প্রতীক্ষায় আমি
বসে আছি গাছতলায় ।
সুশান্তবাবু, জানেনই যখন ছাই ভষ্ম লিখছেন, সেগুলো লিখে খাতায় বন্ধ করে রাখুন I আমাদের মতো পাঠককে কেন ভোগান্তি দেন!