কবিতাঃ জন্মান্তর – সোমা ঘোষ

জন্মান্তর
সোমা ঘোষ

নিজস্ব কথায় কথায় পেকে ওঠে উন্মাদিনী বাউল রঙ। সাঁতরে আসা তরল ক্ষুধা ফেটে পড়ছে শহর থেকে গঞ্জ। স্নান ঘরে খেলনা চোখ- প্রতিটা ফুরিয়ে আসা আলো স্মরণে রাখে বেঁচে থাকার গল্প। তবু, নিজস্ব গাছ আঁকা হয় না কারো। পাখিটার কি যেন ডাকনাম…
সমীকরণ ভেজা বুকে এ কার চাঁদ— পুড়ে যাচ্ছে …
পুড়ে যাচ্ছে আধ ভেজা বালিকার কাজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *