সম্পাদকীয়ঃ মন্দিরা গাঙ্গুলী

ফাল্গুন মানেই প্রকৃতির উপচে পড়া রূপ। পলাশে শিমুলে চারদিক রঙিন, দখিন হাওয়ায় ভেসে আসা মন মাতানো ফুলের গন্ধ আর পাতা ঝরানো শুকনো ডালে ডালে কচি পাতার আবির্ভাব মনের আকাশে আবেশ ছড়িয়ে দেয়। আবিরে আবিরে রং ছুঁয়ে যায় একজন থেকে অন্য জনে। মনেও আসে রঙের ছোঁয়া। বিশ্বকবি থেকে শুরু করে বহু কবির কবিতায় বসন্ত প্রেম উঠে এসেছে বহুদিন ধরে। বসন্ত উৎসবের, উদযাপনের। অবেক্ষণ পত্রিকার ফাল্গুন সংখ্যাতেও উদযাপনের আয়োজন কবিতায় কবিতায়। আঠেরো জন বলিষ্ঠ কবির কবিতাগুচ্ছ নিয়ে সেজে উঠেছে পত্রিকার পাতা। প্রিয় পাঠককে আমন্ত্রণ এই কবিতা উৎসবে।
অবেক্ষণ পত্রিকা সাহিত্য অনুরাগী মানুষের নিজস্ব পত্রিকা, একমাত্র উচ্চমানের সাহিত্য পরিবেশনের উদ্দেশ্য নিয়েই পত্রিকার পথচলা। অপ্রকাশিত মৌলিক লেখা পাঠান। নিজের লেখা ছাড়াও অন্য লেখকের লেখা পড়ুন। যাঁরা নতুন এই পত্রিকায় লিখতে চাইছেন, বিশেষ অনুরোধ আগে পত্রিকা পড়ে দেখুন। মনোনীত হবার পরই পত্রিকায় প্রকাশিত হয় জেনেই লেখা পাঠান। নিয়ম জানার জন্য পত্রিকার ‘কথামুখ’ পড়ুন।
সবাইকে ফাল্গুনের রঙিন শুভেচ্ছা জানাই। ভালোবেসে পড়ুন আর ভালোবেসে লিখুন। নমস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *