গুচ্ছ কবিতাঃ বা স ন্তি কা – অঙ্কন মাইতি
এক
আশ্চর্য অপেক্ষার পর দরজা বন্ধ হলে
জানলার পাশে ফুল ফোটে
শব্দ ওড়ে পাখিদের ঠোঁটে
দুই
কোথাও বাঁধিনি মন, দুটো হাতে অদৃশ্য সুতো
এ শহর জানে না
ফুল ছুঁয়ে রঙেরা আপ্লুত
তিন
আমাকে জাগিয়ে দিয়ে
কোথায় হারিয়ে গেল সুর
আবির আকাশ ভুলে, খুঁজে ফেরে মগ্ননূপুর
চার
ময়ৃরঝর্ণা সুরে শিমূল রাঙাবো বলে
মুক্ত করেছি ক্যানভাস
খুঁজে নিই প্রিয় শব্দাভাস
পাঁচ
আলোও আলস্য ছেড়ে আলতো জড়িয়ে ধরে
নিবিড় পলাশ স্বভাবে
আঁধারের দেহে রঙ পাবে