গুচছ কবিতাঃ কোলাজ – পার্থ রায়
বিশ্বাস
জাগতিক স্পর্শের অনুভবে নেই,
নেই কোন স্থায়িত্বের আশ্বাস
সম্পর্কের খরস্রোতায় একমাত্র দড়ির সাঁকো
বড়ই ভঙ্গুর এই শব্দ- বিশ্বাস।
সম্পর্ক
সম্পর্কে একঘেয়েমির গন্ধ মিশলে
উত্তুঙ্গ স্তনের হাতছানিতেও
শিশ্ন নিষ্প্রভ থাকে,
নিষিদ্ধ হাতছানিতে স্বস্তি মেলে।
প্রেম
সময় থেমে থাকে না
মানে না কোন শর্ত
বহিরঙ্গ যেমনই হোক
প্রেম চিরকাল-অমোঘ।
বিবাহ
সাড়ম্বর শিলান্যাসে যাত্রা শুরু,
ক্রমশ বিবর্ণ সম্পর্কে
মরচে পড়া মেশিনের শব্দ,
তবু- বিবাহ অনিবার্য চির সত্য।
তবু ভালবাসা
ক্লোরফর্মের তীব্র রিমঝিম
না কি ড্রাগের নেশা?
প্রেম, সেক্স, বৈধ, অবৈধ, প্লেটোনিক
সব প্রশ্ন দফন যাক
শুধু থাক- ভালবাসা।