তিনটি কবিতাঃ চিত্রাভানু সেনগুপ্ত

তিনটি কবিতাঃ চিত্রাভানু সেনগুপ্ত

মনাহূত

ওই বুঝি এলো সে ….
এখনি গরম বেশ, তবু ভোর রাতে
শীতের আমেজ দিচ্ছে পাহারা।
মাথার উপরে দুইদাগি ফ্যানের দাপট,
পাতলা চাদর আর নরম কম্বল
বারেবারে হাত বদল করা ।

ওই বুঝি এলো সে …
আলগা শীতের পাতাঝড়া মর্মর ধ্বনিতে ,
ফেরার ঠিকানা লেখা পারিযায়ী ডানায়।
নবীন পাতার ফাঁকে জেগে ওঠা কোকিলের সুরে,
আমের বোলে ঝিমধরা মাতাল সৌরভে,
নতুন শুরুর সজাগ আভাস, আবার হয়েছে সময়।

ওই বুঝি এলো সে…
মাঠের ফসল বোঝাই ঠেলাগাড়ি,
চিলচেরি গলায় দোকানির হাঁক।
নতুন সবজি আছে, আর নারকেলি কুল,
উচ্ছে, পটল, পুঁই ,ঝিঙে, সজনে তরকারি।

ওই বুঝি এলো সে…
ফুল ফোঁটা মগ্ন দুপুরে রঙের ক্যানভাসে,
শিমূল পলাশ আকাশ দীগন্ত জুড়ে লেগেছে আগুন।
গড়িয়া হাটের ফুট জুড়ে সস্তা দোকানদারী।
আবির গোলানো রঙে ভরে পিচকারি,
উৎসবে মেতেছে মত্ত ফাগুন।

পিছুটান

আসছি বলে কোন আছিলায় সেই যে চলে গেলে
আর ফিরে না এলে …

দিগন্তে ওই আগুন বুঝি ফাগুন ইশারা
উদাস আঁখি পথের ফাঁকি মনের পাহারা
দোদুল দোলায় উঠল নেচে নতুন পাতার গান
রুদ্র আভার পলাশবনে পাখির কলতান
বাউল সুরে বিষাদ মাখা ভালোবাসার ছলে

তুমি সেই যে চলে গেলে…

আমের বোলে ভ্রমর কাঁদে প্রেমের করুণ সুর
পিউ পিউ বসন্ত দূত আল্লাদে ভরপুর
মন চঞ্চল নূপুর বাজায় শাল পিয়ালের বনে
উদাস বনে লাগিয়ে কাঁপন নাচল ক্ষণে ক্ষণে
পূজার ছলে মালা গাঁথি তোমায় দেব বলে।

তুমি আর ফিরে না এলে—

কোকিলের ক্যালেন্ডার

ফাগুন এসে টোকা দিলো মনের দখিন দ্বারে।
শীত গিয়েছে কোথায় চলে, ঘুমও অচীনপারে।
বোল ধরেছে বিটপ শাখে, বিকীর্ণ সুবাস,
অশোক পলাশ শিমূলসাজে মাতছে মধুমাস।
নয়ন মেল, দুয়ার খোল, বসন্ত আজ মনে,
আমোদ ভরে হৃদয় মেলে খুঁজেছি প্রাণপনে।

তরু শাখের আড়াল হতে ডাকে কুহুউ, পিক,
ডাকছ কেন আকুলতায় জাগিয়ে সারা দিক।
বেশ তো ছিলাম শীতের ঘুমে, আরামেতে ভাই!
জানো নাকো ঘুমালে কেউ শিস তুলতে নাই?
ডাকছি আমি জাগো জাগো, দেখ বাহির পানে
নতুন ভোরের আশার আলো ছড়িয়ে দিয়ে গানে।

উঠলে তুমি আসবে আলো, জাগছে কতো ফুল,
দুঃখ জরার দুকুল ছুঁয়ে ভাঙছে মনের ভুল।
ঘুম জড়িয়ে স্বপ্ন দেখি, দুচোখ জুড়ে শখ,
আমায় কেন জাগতে বল, একি আহাম্মক?
বসন্ত মুখ আমি, আমার সঙ্গী কোথায় পাই,
সুপ্ত মনের সুখ-বাসনা, মধুর সুরে গাই।

ফাগুনের এই সোহাগ গাঁথা বাজাই দ্বারেদ্বারে,
শীত গিয়েছে কখন চলে আমার ক্যালেন্ডারে।
বসন্তদূত ভরবছরে কোথায় ছিলে ভাই,
বিরহ আর অভিমানে তোমার দেখা নাই!
ফাগুন দিনের সখা আমি, আনন্দগান সুরে
আগুন রঙের মর্মবেদন, ওই কাছে এই দূরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *