কবিতাঃ অনিন্দ্য গোস্বামীর দুটি কবিতা

অনিন্দ্য গোস্বামীর দুটি কবিতা


নেভেনি

তুমি আমার গভীর আপন,
মাঝে শুধু দুই কোটি রাত।
শোয়ার ঘরের নিথর দেয়াল 
যায়নি ভুলে সেই দুটি হাত।

ঘুমের গায়ে কলকা আঁকি
অবচেতনে তোমায় ছুঁই।
দেহের তাপ তো দেহেই বাঁচে
না থাক শিখা, আগুন বই।

তৃগুণ


উপদেশ দেয় ঘুম আরও কম দিতে,
জঠরের সংগ্রাম আরও চায় পেতে।
দুজনের হরদম বেমানান দাবি,
করবেই উপশম সমতার চাবি।


সাম্য থামায় লড়াই, আর লড়াই কাড়ে ঘুম।
ঘুমের ভিতর সাম্য নেই, মানুষ বেমালুম।

One thought on “কবিতাঃ অনিন্দ্য গোস্বামীর দুটি কবিতা

Leave a Reply to ভূমিকা গোস্বামী Cancel reply

Your email address will not be published. Required fields are marked *