শীতের গল্প
গৌতম কুমার গুপ্ত
আমি এবারে শীতের গল্প করবো
ঋতুবৈচিত্রের গল্পকথা ভালো লাগে যদি
যোগ দিতে পারো তুমিও
শুনতে পারো কিভাবে গল্প করতে করতে শীত মাখিয়ে দিই
উষ্ণতা ছড়াতে পারি আলোর মতো ঋজু অথচ নম্র
গ্রীষ্ম থেকে স্বেদ ঝরাতে ঝরাতে
বর্ষাবাদলের বৃষ্টিতে ভিজতে ভিজতে
শরত হেমন্তের মৃদু মৌতাত নিতে নিতে
এই দ্যাখো তোমাকে নিয়ে আমি পোঁছে গেছি শীতের মরসুমে
এবার আমি আর মরসুমী সলজ্জ হবো না
আবরণে ঢেকে যাবো লাল সবুজ অথবা নীলের পশমে
তুমিও তপ্ত পশমিনায় বাদামি হবে সূর্যাস্তের পড়ন্ত বিকেলে
প্রেমের গল্প শুনবে শাজাহান মমতাজ সিজার ক্লিওপেট্রার
অথবা শুনতে পারো গ্রামের পশ্চিমবাঁধের খর্জুর রসের নির্মাণ কাহিনী
পুষ্করিণীর পাড়ে জাল দেওয়া নলেন গুড়ের প্রণালী
অথবা জবুথবু ছিন্ন রাপারে বৃদ্ধার শীতার্ত কাহিনী
তুমি কি নমনীয় হবে অথবা কেঁদে উঠবে এরপরে
তুমি কি শিউরে উঠবে শীতসন্ধ্যার গ্রামীণ অবকাশে
নদী নিংড়ে সমস্ত সেচের উজানে খরিফ শস্যের সেচ-কাহিনী শুনে যাবে একটানা
বারোমাসের কোন একদিন শীতের গল্প কিন্তু করে যাবো তোমার সাথে
তুমি নিদ্রামথিত হতে পারো
অথবা শীতকে জড়িয়ে ধরতে পারো প্রেমিকের মতো চিরকালীন এক ব্যালাডকল্পে