কবিতাঃ অনলাইন সভ্যতা – অজয় সাহা

.

অনলাইন সভ্যতা/ অজয় সাহা

কারো আইনক্সেই মুভি-শখ
কেউ খুবখুশি মলে শপিং-এ
পাঁচতারা কোনো হোটেলের
কেতা যদি উঁকি মারে মনে গোপনে
ভরা ছুটি মাসে মন যদি ভাসে আকাশি ভেলায়
প্যারিস পাটায়া কিংবা নেহাতই মরিশাসে
যদি কারো মনে হয়———
যদিদং হৃদয়ং ………. এই শাশ্বত বানী বাঁধাগৎ
বলবান ঠিক সেখানেই
যেখানে ডলারে চর্চা যাপনী পরচা
চোখের কোটর হৃদয়ের খাঁজ
সওদার ঝাঁজ শরীফ মেজাজ
সেই শুধু জানে
সেই শুধু মানে এমন বাঁচার কি ভীষণ মানে।

এতসবে যারা শুকনো কিংবা ফর্সা
তবুও তো তারা পুড়ে যায় ভরা গ্রীস্মে
তবুও তো তারা ভিজে যায় ঘন বরষায়

আসলে বেঁচে থাকা যার যার
বেঁচেথাকাটার দশদিগন্তে দশমুখ
প্রসঙ্গ শুধু ভালোবাসা-ভাব
সমানে সমানে একচুমুক।

One thought on “কবিতাঃ অনলাইন সভ্যতা – অজয় সাহা

  1. খুব খুব ভালো লাগলো। আধুনিক সময়ে মানুষের চাওয়া পাওয়া গুলো খুব সুন্দর ভাবে ছুঁয়ে যাওয়া।

Leave a Reply to Goutam seal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *