অচেনা ঘ্রাণ
মফিদা আকবর
তোমাকে দিনের মত সত্য অার
রাত্রির মত ভীষণ উৎপীড়ক মনে হয়
ভোলা যায় কি কোন এক মৌন সন্ধ্যায় অপার্থিব
অালিঙ্গন অার তপ্ত চুম্বনের পর চুম্বন?
সেদিন মৌন সন্ধ্যার কার্নিশ বেয়ে
নেমেছিল অনাহুত স্রোতের ঢল।
সেই স্রোতে বেয়ে চলে আমার পানসী।
উদাসী পানসীতে ক্ষত -বিক্ষত রমণী
জানা নেই তার কোথায় চলেছে একাকী।
তবুও অজানা এক ভাল লাগায় শরীর জুড়ে শিহরণ।
সেই যে ক্ষণিকের অাপ্লুত অবগাহন – – –
এক টুকরো স্মৃতি
একটি ছেঁড়া দ্বীপ
ভিন গ্রহের তুমি
অার কেইবা অামি?
কি এক অভিশপ্ত স্বপ্ন ভূমিতে বিচরণ -সারাক্ষণ
তুমি অচ্ছ্যুৎ মঙ্গলগ্রহের জ্যোৎস্নার নেবুঘ্রাণ,
এ যেন অাত্মঘাতী করোনা ভাইরাসের খেলা।
অামাকে উন্মাদ করে অবাধে গড়িয়ে যাচ্ছে ভেলা। চারদিকে কেউ নেই
তুমি নেই, কিছু নেই
নেই তোমার শরীরের উষ্ণ অচেনা ঘ্রাণ।
কি যে এক অভিনবত্ব কিছুতেই ভরে না প্রাণ।