দূরত্ব
মলয় চৌধুরী
দূরে চলে গেলে
দূরত্ব মাপি না আর
প্রারম্ভ বিন্দুতে ফিরে দেখি
কোন্ কোন্ পথ খোলা ছিল।
সহজ অঙ্কগুলো মাথার গুণে
জটিল হয়ে যায়,
উত্তর জানা তবু অনিবার্য ভুল
জের টানে তিনকাল ।
একই বিষয় নিয়ে জোর আলোচনা –
কে কতটা ভুল ।
ধীর লয়ে তানপুরা সা-পা ধরে
চলতে ফিরতে কানে ভাসে ,
দূরত্ব মাপি না আর
দূরত্বের প্রয়োজন আছে ।।
বাহ্,খুব সুন্দর লাগলো।