সূর্য দিয়ো হে
স্মৃতিরেখা মুখার্জী
আমি আকাশকে বলছি
এখন তো অনেক রাত
সন্ধ্যে কিংবা দুপুর-
অন্ধকারে মাকড়সাদের আনাগোনা।
জাল বোনে আঁধারের তবুও-
মাঝে মাঝে শুনতে পাই
দূরের কোন বট গাছের মগডালে
বন্ধু পাখির জেগে ওঠার গান।
শত শত ঝর্ণাধারায় মাখামাখি
সখ্যতার কুলু কুলু তান
অনিবার্য সঙ্গীত প্রবাহ…
মাটির চাদরে কান পেতে রই
ঠোঁট রাখি জীবনের ঠোঁটে।
লোহাতে মাটিতে মেশা ঘ্রাণ
মাখামাখি মাটির উঠোনে..
আমি আকাশ কে বলছি
এখন তো অনেক রাত
সন্ধ্যে কিংবা দুপুর।
আরো একটা সূর্য দিয়ো হে