স্বীকার
দেবার্ঘ সেন
ধরো একটা লম্ব টানলাম ভূমির ওপর। ভূমিক্ষয়।
লম্ব চাইলো পৌঁছে যেতে অবিশ্বাসের কেন্দ্রে।
ঘুম ভাঙলো, রাত্রি হল পুনরায়।
কেউ একজন ভাঙছে অসম্ভব, ঠক ঠক আওয়াজ-
আমাদের ভয় টেন্ডস টু বাহির , বাহির মানেই অজানা শিহরণ।
শিহরণ স্রোতে অসমাপ্তির দায়।
অতিভুজ ধরে মশা, মাছি, পিঁপড়ে। প্রতিদিনের টাটকা স্মৃতি।
এবার সব ছেড়ে দাও, শুরু থেকে যা যা ধরেছিলে।
আপেক্ষিকতা কে প্রতারক বলার আগে,
ভেবে দেখো ;
অবিশ্বাসেরও তো সম্মোহন থাকে।