পীর সাহেবের দন্ড
অনিরুদ্ধ সুব্রত
অর্থ-কষ্ট আপনি আমার বালক বেলার
পীর সাহেবের দণ্ড
প্রতি মাসে একবার আল্লাহতালার নামে
ছুঁইয়ে দিয়ে যেতেন মাথায়
আরবী উর্দু যাই বলতেন
ঠিক ভবান্তরটি ঘটিয়ে যেতেন
চাল পয়সার বিনিময়ে, দোয়া করার ঢঙে
এখন, সন্ধ্যেবেলা জমা খরচের অংকে
বউ দিচ্ছে শূন্য, দশমিক, অনন্ত
ব্যাঙ্ক পাঠাচ্ছে বকেয়ার চিঠি দুপুরে
তবু রাত্তিরে কোন সে এক ভাবান্তরে
পীর সাহেব, আমি প্রেম লিখছি কাব্যে…
অর্থ-কষ্ট, আপনাকে আমি পীর সাহেবের মতো
ঈশ্বরের কাছের মানুষ ভাবি, দীর্ঘ কাল
আপনি দণ্ড দিয়ে ঝাড়িয়ে দিলে
বউ, ব্যাংক অথবা ঋণে ভরা সংসার, ভার
প্রত্যেকে ঘুমিয়ে যায় সেই নরম ভাবান্তরেই
এই চরাচরে সচরাচরে
শৈশবের মতো খাতা খুলে বসি তখন
অর্থ-কষ্ট আপনি থাকুন, নিত্য
আমার গোপন ঈশ্বর বিশ্বাসের মতো
এই সরল যাপন কাব্য স্নাত।