গর্ভবতী মেঘ
অরুণ কুমার দাঁ
অনেক দূর যাওয়ার পর
আর পিছনে তাকিও না –
পিছনে পড়ে আছে ডাস্টবিন
পরিত্যক্ত ন্যাপকিন ।
গর্ভবতী মেঘ বর্ষা নিয়ে
আকাশের বুকে পথ হাঁটে –
কিছু দেওয়ার উগ্র বাসনা
বৃষ্টির মতো মাটি ভেজায় ।
সাহিত্য শুধু চিত্ত বিনোদনের বিষয় নয় চিত্ত নির্মাণেরও বিষয়।
অনেক দূর যাওয়ার পর
আর পিছনে তাকিও না –
পিছনে পড়ে আছে ডাস্টবিন
পরিত্যক্ত ন্যাপকিন ।
গর্ভবতী মেঘ বর্ষা নিয়ে
আকাশের বুকে পথ হাঁটে –
কিছু দেওয়ার উগ্র বাসনা
বৃষ্টির মতো মাটি ভেজায় ।