অরিন্দম মুখোপাধ্যায়ের তিনটি কবিতা
১
ঘোড়ার ক্ষুরের শব্দে পবন বাতাস ছুটে যায়
আকাশের চাঁদ ও ছুটে যায়
দিনের, রাতের বেলা চলে যায় বয়ে
ঘুমের ভিতর ঘুড়ি ভাসে ঘোড়ার ক্ষুরের শব্দে
বাতাসী তীব্রতা অতিক্রম করে ঘুড়ি
আর চাঁদ অতিক্রম করে ওই আকাশ।
২
সমুদ্র তরঙ্গের সঙ্গে জড়িয়ে আমার পরিচয়,
সঙ্গে তার এই পথে আছে কোন স্টেশান,
রাতের পর রাত, জল এবং চাঁদ
চাঁদ আর জলছবির ইলিউশান
৩
সমস্ত চিন্তার মাঠ ছাড়িয়ে ওই দূরে ফিরে যায়,
অন্য এক জমি, অন্য এক চাঁদ, অন্য কারো আত্মার গভীরে
রাতের ট্রেনে করে যেতে হবে,
নির্দিষ্ট সময়ের শেষে, নির্দিষ্ট জায়গা পেরিয়ে যেতে হবে
এক স্টেশান ছেড়ে অন্য স্টেশানে আগের মতো।