কবিতাঃ নির্বাসনসুখ – জয়ন্ত চট্টোপাধ্যায়

নির্বাসনসুখ
জয়ন্ত চট্টোপাধ্যায়

সকালে দরজা খুলেই পাঁচিল পেরিয়ে যায় চোখ
চুরি হয়ে গ্যাছে রং রঙের মোহন
এই উঁচুমাটি পাথরের চাঁই ঠা ঠা হাওয়া
ঘরের মধ্যে হামলে পড়ে কৃষ্ণচূড়ার লাল
রাধাচূড়ার হলুদ রঙে যত অবিশ্বাস
যা বলতে চেয়েছি,বলা হয়নি যা লিখতে চেয়েছি,
হয়ে ওঠেনি যা করতে চেয়েছি,অবশ্যই হয়নি
আক্ষেপ ধুয়ে খেয়েছি জল বারবার
ফল শুধু দীর্ঘশ্বাস কে যেন বলেছেন,
যতক্ষণ দীর্ঘশ্বাস ততক্ষণ প্রাণ আছে জেগে
আর আছে জীবন ধর্ম অজস্র দায়িত্বের লিস্ট
পলায়ন শব্দটি জীবনসম্মত সেই হরেক
পিরামিড আর শৃঙ্খলের শর্ত
মিথ্যাবাদী বেলুনের টানে একমুখো গড্ডর ছুট
নির্বাসনের সুখ কজন বা বুঝে নিতে পারে !

এই বাতাসবাসর ফুল পাখি আলোর সন্ধান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *