আজ ২৬ শে মার্চ, ২০২২। প্রকাশিত হল অবেক্ষণ পত্রিকার পাক্ষিক সংখ্যা ‘বসন্তে কবিতা উৎসব ২ ‘। গত সংখ্যাতেও বেশ কিছু কবিতা প্রকাশিত হয়েছিল। প্রতিটি কবিতাই পাঠকের কাছে প্রশংসনীয় হতে পেরেছে। এই সংখ্যাতেও প্রকাশিত কবিতাগুলি পাঠক মন জয় করবে বলে আমাদের বিশ্বাস। পঁচিশ জন কবির কবিতা ছাড়াও এই সংখ্যায় অবেক্ষণ গ্যালারিতে আছে শিল্পী স্বরূপ দাসের চিত্রাঙ্কন এবং অনিরুদ্ধ সুব্রতর লেখা ধারাবাহিক উপন্যাস ‘দ্বিতীয় পৃথিবী’ র ষষ্ঠ পর্ব। ‘দ্বিতীয় পৃথিবী ‘ যাঁরা পড়ছেন প্রত্যেকেই পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে থাকছেন জানিয়েছেন। যাঁরা এখনো পড়েননি, আগের পর্বগুলো পড়ে নিতে পারেন অবেক্ষণ পত্রিকার লিঙ্ক থেকে। সবাইকে অনুরোধ করব পত্রিকা পড়ুন, মতামত দিন এবং ছড়িয়ে দিন। সমস্ত পত্রিকা পড়ার পর পাঠ প্রতিক্রিয়া পাঠাতে পারেন মেইল করে।
উচ্চ মানের সাহিত্য পরিবেশনই পত্রিকার একমাত্র উদ্দেশ্য তাই আপনার সেরা মৌলিক অপ্রকাশিত লেখাই পাঠাবেন আশা রাখব। লেখা মনোনীত হলে তা অবশ্যই প্রকাশিত হবে।
সকলে ভালো থাকুন, ভালবেসে পড়ুন, ভালবেসে লিখুন। নমস্কার।
সম্পাদকীয়ঃ মন্দিরা গাঙ্গুলী
