হৃদয় জুড়ে বাংলা ভাষা
নরেশ মল্লিক
এক বুক বাংলা ভাষা ছড়িয়ে দিলাম
নীল আকাশের গায়,
পাখির ঠোঁটে, ধানের শীষে, সবুজ গাছেদের
পাতার শিরা উপশিরায়।
বুনো ফুলের পাপড়িতে আমার বাংলা ভাষা
হেসে হেসে কত কথা বলে,
বাংলা ভাষার সৌরভ সারা শরীরে মেখে
পানকৌড়ি ভেসে চলে।
আমরণ স্বপ্ন দেখি আকাশের শরীর ঘেষে
উড়ে যাওয়া বলাকার সারি,
বাংলার গন্ধ শরীরে মেখে মেঘ ভেঙে আসে
ভাটিয়ালি বাউলের বারি।
পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার ছোঁয়ায়
আমার বাংলা রাঙায় মন
নিঝুম অন্ধকারের প্রতিটি কণায় কণায়
আমার বাংলার আলিঙ্গন
রোদের সুবাসে বাংলা ভাষা, সারি সারি
গাছেদের ভীড়ে খেলা করে,
বাংলা ভাষা ছড়িয়ে আছে সন্ধ্যা প্রদীপ
আর আজানের সুরে।।