আজকে হঠাৎ
অনিন্দ্য গোস্বামী
একটি গ্রহের ছন্দে ছিল শান্ত নীরব গন্ধ
গ্রহের বুকে শ্যাওলা সবুজ জীবন ছিল মগ্ন
ঘুমে অনেকদিন ধরে।
গ্রহের পিঠে প্রলেপ দিয়ে আকাশ ছিল উঁচু
আকাশে মেঘ জমাট বেঁধে ঝুঁকে ছিল নিচু
হয়ে অনেকদিন ধরে।
আজকে হঠাৎ ভিন্ন গ্রহের বৃষ্টি ধারা হয়ে
নামলে জমাট মেঘের থেকে শ্যাওলা সবুজ বুকে
প্রথম অনেক প্রেম নিয়ে।
আহা ! চমৎকার।