নুড়ি
অনিন্দ্য গোস্বামী
লাচেন পাড়ে বসত করা নুড়ি
বিস্মৃত আজ হিমালয়ের বুক,
পাথুরে ওই কঠিন মসৃণতার
কারণ কালের আঁচড় লক্ষাধিক।
একটা আঁচড় আঁকতে পারে স্মৃতি,
লক্ষ আঁচড় বিস্মৃতিকে আঁকে।
স্খলন থেকে জন্ম নিল নুড়ি,
বিস্মৃতি তার “আমি” প্রসব করে।
বাঃ। চমৎকার….