বেমুখী
অনিন্দ্য গোস্বামী
হিসেবের কড়ি গুনে গুনে মালা গেঁথে
রূপময় ওই মালা জড়িয়ে গলায়
বাড়িয়ে ধরেছে গলা বেমুখী মানুষ
রূপের বাহবা পেতে বেমুখী পাড়ায়।
পাড়াময় মুখহীন মুখে রূপহীন রূপ
ছড়িয়ে ছিটিয়ে অগোছালো পড়ে থাকে,
এখানে প্রগতি হেঁটে এসে বহুপথ-
গতিহীন হয় মতিহীন নানা মুখে।
বাঃ সুন্দর প্রকাশ।