যদি একটু ……
রোজী নাথ
রাশি রাশি মিথ্যে মেঘের আকাশ ছুঁয়ে
যদি সামান্য একটা সত্য লুকিয়ে থাকে
তাতেও কি কিছু ক্ষতি হবে?
অনেক অনেক অভিনয়ের ডুবসাঁতারে
কোথাও যদি একটা স্পর্শ করার শরীর থাকে
তাতে তো অনেক কিছুই চেনা হয়ে যায়।
শত শত রূপকথার কাহিনী শেষের প্রস্থান পথে
যদি একটা সত্যি গল্প থাকে
তাতেই জানি দু’চোখে আলোর রোশনাই ধরা দেয়।
হাজার হাজার না পাওয়ার পরেও
যদি একটু চাওয়া চিলতে মেঘ হাতের মুঠোয় আসে
তাতে কি-ই বা এমন ক্ষতি হয়?
আমাদের তন্দ্রাবেলার আড়ালে
যদি একটা দরাজ ঘাটের যীশুমন বেঁচে থাকে
তাতে হারিয়ে যাওয়া ভরসাগুলো
অবলীলায় আকাশপ্রতীম হয়।
জলহীন বুকগুলোর করুন জীবনের অন্য পিঠে
যদি একটু মায়াবী চাঁদের আলো পড়ে ,
যদি একটু সহানুভূতির বর্ষা ঝরে
তাতেই জীবন পল্লীসুখে আশ্রয় খুঁজে।
যুগ যুগ ধরে শত বঞ্চনার ইতিবৃত্তে
যদি কোথাও এক টুকরো বিশ্বাসের শিলান্যাস হয়,
তাতেই জানি খেলাঘরের নিভু নিভু প্রদীপ শিখাটা আবারও দীপাবলির দোসর হয়ে উঠে।