কবিতাঃ প্রকাশ আহ্লাদ – সুবোধ দে

প্রকাশ আহ্লাদ
সুবোধ দে

আমার সঙ্গে এসো, ছুঁয়ে দেখ প্রাণের গান,
বিরামহীন ঘুম ভাঙ্গানিয়া সুর বেজে চলে
শিরীষফল তালে তালে কাঁপে পাতার বুক
আড়মোড়ার ওপিঠ জাগে, শীতঘুম ঘুমালে–
#
কেউ তো আছে খুলে দেবে অক্ষর-দ্বার
ক্ষতের গা ঘেঁষে বাঁচে, অক্ষত পংক্তিমালা
কিছু নয় লিখে রাখা স্বপ্নের খড়িপাতা, আর
গুটিকয়েক ফর্মার নির্জন প্রকাশ আহ্লাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *