আজ ১১ই ডিসেম্বর , ২০২১, প্রকাশিত হল অবেক্ষণ পত্রিকার ডিসেম্বর মাসের প্রথম সংখ্যা। প্রতিবারের মতো পত্রিকার এই সংখ্যাও সকলের মনের মতো হবে বিশ্বাস করি।
যাঁরা নিয়মিত অবেক্ষণ পত্রিকায় লেখেন প্রত্যেকে পত্রিকার খুব আপনজন হয়ে উঠেছেন। সবাই জেনে গেছেন এখানে নির্বাচনের পরই সাহিত্য প্রকাশিত হয়। সবাইকে জানানো সম্ভব না হলেও আমন্ত্রিত লেখা পছন্দ না হলে জানানো হয়। যাঁরা সঙ্গে রইলেন, ভবিষ্যতেও যাঁরা আসবেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। পত্রিকার সাফল্যের জন্য প্রথম কৃতিত্ব লেখকেরই প্রাপ্য। তারপরের আসন পাঠকের। ভালোবেসে না পড়লে ভালোবেসে লেখা সাহিত্যের মূল্য কতখানি সে নিয়ে একটা বড় আলোচনা হতে পারে। সমস্ত লেখককে অনুরোধ নিজের লেখা ছাড়াও বাকি লেখকদের লেখা পড়ুন। নিজের সৃষ্টি এবং পত্রিকা বেশি জনের কাছে পৌঁছে দেবার জন্য লিঙ্ক শেয়ার করুন।
সকলে ভালো থাকুন। ভালোবেসে লিখুন ভালোবেসে পড়ুন। নমস্কার।
সম্পাদকীয়ঃ মন্দিরা গাঙ্গুলী

খুব সুন্দর সম্পাদনা। অবেক্ষণ পত্রিকা এগিয়ে চলুক তার নিজস্ব ছন্দে । অনেক শুভেচ্ছা জানাই ।
সম্পাদনা অতীব সুন্দর।
অতীব সুন্দর সম্পাদনা।