উদ্ভ্রান্ত
স্নেহাংশু ভট্টাচার্য
আমি মৃত্যুর থেকে সুন্দর,
ঝর্ণার মত চঞ্চল।
আমি আকাশের মত মহান,
সূর্যের থেকে উজ্জল।
আমার বেদনায় সাগরের জল,
হয়েছে লবনাত্ত।
আমার বিরহে দাবানল যেনো-
উন্মাদ,উন্মত্ত।
শিশু এক আমি; ধুলো মাখা দেহে,
ক্ষুধার আর্তনাদ।
বাঁচার তাগিদে-মৃত মায়ে খুঁজি,
মাতৃ দুধের স্বাদ।
আমি হুংকার তুলি মহাপ্রলয়ের,
ধ্বংস হতে রাজি।
পথে ফেলে আসি মায়ার বাঁধন,
জীবনের ধরি বাজি ।
তবু কেনো আমি ফাগুনে হাওয়া,
পলাশের রঙে মাতি?
তবু কেনো আমি শরতের মেঘে,
স্বপ্নের জ্বালি বাতি ?
আমি যেনো সেই, বিভাজনে দেশ,
সীমানার কাঁটাতার।
অভিশাপ হয়ে পৃথিবীর বুকে,
জন্মেছি বারবার।।