সাহিত্যিক কবি পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্য স্মরণে
স্নেহাংশু ভট্টাচার্য
অপূর্ণতার বিশ্ব মাঝে পূর্ণ তোমার কাজ,
তাই; শতবছরের পূর্ণ চাঁদে চির গ্রহণ আজ।
মহালয়ার পূণ্য ক্ষণে, জন্ম নিলে ধরায়,
নিজ গুনে গুণী তুমি,কে তোমারে হারায়?
কাব্য জগৎ রাঙ্গিয়ে দিলে, তোমার দেওয়া রঙে,
দুই বঙ্গের মানিক হয়ে থেকো; বঙ্গবাসীর মনে।
স্বাধীনতার স্বপ্ন নিয়ে, লড়াই করে গেলে-
ফিরিঙ্গীদের ফিরিয়ে দিতে, ভারত মায়ের ছেলে।
এই পৃথিবী ছেড়ে গেলে, না ফেরার দেশে,
রাখবে তোমায় হৃদয় মাঝে, মানুষ ভালোবেসে।।
Tomar kobita pore aamar khub bhalo laglo. Dadar proti tomar shroddha dekhe aami khub khushi. Kobike jothartho shroddhanjoli orpon korecho.
কত সুন্দর করে শ্রদ্ধা জানালে। সঠিক মূল্যায়ন। শুভেচ্ছা ও ভালবাসা নিও।