সাহিত্যিক কবি পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্য স্মরণে – স্নেহাংশু ভট্টাচার্য

সাহিত্যিক কবি পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্য স্মরণে
স্নেহাংশু ভট্টাচার্য

অপূর্ণতার বিশ্ব মাঝে পূর্ণ তোমার কাজ,
তাই; শতবছরের পূর্ণ চাঁদে চির গ্রহণ আজ।
মহালয়ার পূণ্য ক্ষণে, জন্ম নিলে ধরায়,
নিজ গুনে গুণী তুমি,কে তোমারে হারায়?
কাব্য জগৎ রাঙ্গিয়ে দিলে, তোমার দেওয়া রঙে,
দুই বঙ্গের মানিক হয়ে থেকো; বঙ্গবাসীর মনে।
স্বাধীনতার স্বপ্ন নিয়ে, লড়াই করে গেলে-
ফিরিঙ্গীদের ফিরিয়ে দিতে, ভারত মায়ের ছেলে।
এই পৃথিবী ছেড়ে গেলে, না ফেরার দেশে,
রাখবে তোমায় হৃদয় মাঝে, মানুষ ভালোবেসে।।

2 thoughts on “সাহিত্যিক কবি পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্য স্মরণে – স্নেহাংশু ভট্টাচার্য

  1. কত সুন্দর করে শ্রদ্ধা জানালে। সঠিক মূল্যায়ন। শুভেচ্ছা ও ভালবাসা নিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *