কবিতাঃ অক্ষরজন্ম – শর্মিলা ঘোষ ( কলকাতা)

অক্ষরজন্ম
শর্মিলা ঘোষ

কাঁচের চুড়ির মতো সহজলভ্য নয় নারী,
একথা বোঝাতে কেটে যাচ্ছে
দিন মাস বছর,
সোহাগ বাঁধন কাটতেও জানতে হয় ,
বিশ্বাসঘাতকের জন্য অকারণ শর্বরী!
বোকা মেয়ের ঘিলুতে লাভ ক্ষতি বাদ,
হাতের তালুতে আগুনের বদলে রেখেছে হৃদয়;
সর্বনাশের গুহাচিত্রে এঁকেছে হায়রোগ্লিফিক ,
অক্ষরজন্মের অধিকার ছেড়ে দিয়েছে পন্ডিতের হাতে,
অত্যাচারের রচনাবলীতে কিছু কুৎসিত শব্দ নিয়ে আজও
হেঁটমুন্ড হয়ে চলে সব আধুনিকা, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দাম ওঠে জীবনভোর,
চামড়ার রঙ দেখে নির্ধারিত হয় পণ্যমূল্য,
এরকম খাঁচাবন্দী পাখী হুকুমের বিবি হয়ে কাটিয়ে দেয় একটা গোটা সভ্যতা ;
যে সভ্যতার ভ্রূকুটিতে রক্তরস গড়িয়ে পড়ে নারীর পঞ্চতন্ত্র জুড়ে,
পিতা,স্বামী,পুত্রের প্রজত্নে আজন্মের শেকল ক্ষতকে গভীর করে,
শেষের বকুলবাসর শয্যায় সে একা কলঙ্কিনী অগ্নিস্নাতা নারী।

One thought on “কবিতাঃ অক্ষরজন্ম – শর্মিলা ঘোষ ( কলকাতা)

Leave a Reply to krittika Bhaumik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *