কবিতাঃ হাত ধরে টেনে বসায় সে পাশে – অনুপম দাশশর্মা ( কলকাতা)

হাত ধরে টেনে বসায় সে পাশে
অনুপম দাশশর্মা

অস্থিরতা ঘিরে ধরলে স্মৃতির বন্দরে এসে বসি
মাথার উপরে নীলের বুকে পায়রার পাখসাট
মুখ নীচু করলে শুনি দূর থেকে ভেসে আসছে
বিবিধভারতীর গান..

ভেসে ওঠে ক্ষয়া দেয়ালে চক দিয়ে লিখে রাখা
প্রিয় ফুটবলারদের নাম
ঘুণে ভেঙে পড়া সেগুণ আলমারিটায় সযত্নে রাখা
গোলাপি ডায়েরির পাতার ভাঁজে
কিছু বিহ্বল চিঠি আজও উসকে ওঠে ধুসর প্রভাতে

এইসব লুন্ঠিত সময়ের ধ্বনি আছড়ে পড়ে,
ছিটিয়ে দেয় অক্ষরের জল পুজোর তিথিতে
ফিসফিসিয়ে ওঠে গভীর গোপন
ছপ্ ছপ্ কে যেন দাঁড় বায় বিকেলের বুকের ভিতর..

2 thoughts on “কবিতাঃ হাত ধরে টেনে বসায় সে পাশে – অনুপম দাশশর্মা ( কলকাতা)

  1. এইসব লুন্ঠিত সময়ের ধ্বনি আছড়ে পড়ে আজও। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *