তোমার কৌতুহলের প্রতি
অতনু ভট্টাচার্য
‘উদ্দেশ’ও ‘উদ্দেশ্যর’যতটা তফাত
তেমন দূরত্বে আছি— নিজের মতোন
নশ্বর জীবন, তার অনিঃশেষ কথা—
আভাসে ইঙ্গিতে লিখি ধ্বস্ত হতে হতে
#
এ ভাবেই বেঁচে আছি দ্বিতীয় ভুবনে
কবিতাই জুড়ে থাকে মানসচেতনে
মঞ্চ, দল, ঘিরে আছে— হায়েনা, শেয়াল
যা পারে করুক ওরা, চিত্তপটে জাগি !
#
বেদনা ও বীররসকে যে মেশাব কীভাবে ?
ভাষাতীত তাকে দেবো ভাষার নির্মিতি—
এই কাজে ডুবে থাকি ভাঙা গড়া চলে
বাংলাবাজারের কথা, আমার অজানা।
তেমন দূরত্বে আছি নিজের মতন। সুযোগ অভিব্যক্তি। ধন্যবাদ।
সুন্দর অভিব্যক্তি। ধন্যবাদ।