কবিতাঃ ডারউইন নীতি – অঞ্জনা চক্রবর্তী (বর্ধমান)

ডারউইন নীতি
অঞ্জনা চক্রবর্তী

শিশু শেখে খেতে নিজে
হামা গুড়ি দিয়ে আজ
কতো পড়ে কাটা ছেঁড়া
তবু উঠে ছাড়ে লাজ |

বনে ছোটে বড়ো পশু
হরিণ পিছে আছে বাঘ
কামড়ে খেয়ে জীবন নিয়ে
জীবন রাখে ঋতু ফাগ |

আত্ম হত্যা ভেবে ভেবে
বড়ি খেলো হতাশায়
তবু যমে নিলো না যে
প্রাণে যুদ্ধ দুর্দশায় |

নিজে নিজে কতো ছেঁড়া
চলে দিনে গতে যে
আলো ফোটে পাখি ডাকে
জীবন নিজের রথে সে |

নীতি রীতি সৃষ্টি মেনে
বিজ্ঞানে হয় যে পাঠে
লড়ে যেতে ডারউইন যে
শিক্ষা খোলা তো মাঠে |

One thought on “কবিতাঃ ডারউইন নীতি – অঞ্জনা চক্রবর্তী (বর্ধমান)

  1. বাঃ। ডার উইন তত্বে নতুনত্ব। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *