কবিতাঃ ঘরবন্দীর কবিতা ৮ – দয়াময় পোদ্দার

ঘরবন্দীর কবিতা-৮
দয়াময় পোদ্দার

দুবেলা নিয়ম করে ফসলের মাঠে যাই,
চারা ফুটেছে কোমল, স্বকরুণ এই দুঃসময়ে।
তাদের পাহারা দিই, আর জলসেচ দিয়ে বলি-
বড় হও কিষানের বেটা!
মাথালে শিরটুকু ঢেকে রোদ্দুরে আগাছা নিড়াই ;
শস্যদানা যে জীবনের আধার তাকে টপাটপ খেয়ে নিচ্ছে
নোভেল কোরোনা ভাইরাস!
যতটা সময় বেঁচে আছি- কীটনাশক ছিটিয়ে যাই,
ফসলের হ্যান্ড-স্যানিটাইজেশান!
আগলে রাখছি বুকের মানিক, ফুলে-ফলে ভরে ওঠো!
মহামারী ঝড় থেমে গেলে এই যুদ্ধে ক্লান্ত, আর
বিধ্বস্ত নগরীকে গড়ে দিতে হবে- গ্রাম থেকেই!


One thought on “কবিতাঃ ঘরবন্দীর কবিতা ৮ – দয়াময় পোদ্দার

  1. সুন্দর। খুব ভালো মননের জন্য ধন্যবাদ জানাতেই হয়। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *