স্বভাব
মীনা দে
সব চাওয়া, পাওয়া নয়,
জানো নিশ্চয়!
কিছু চাওয়া মানেহীনও হয়।
কত দফা দাবী পেরেছো মেটাতে
কোনখানে, কোনখাতে!
কেউ কেউ পারে,কথার ফুলও ফোটাতে।
সব কথাই তো নয়, মিথ্যে স্তুতি
থাকতে হবে অনুভূতি
কিছু তো থাকেই অর্থহীন প্রতিশ্রুতি ।
কেউ দায়ে, কেউ অভ্যাসে, মিছিলে হাঁটে,
কেউ থাকে ঠাটেবাটে,
কতজন কতরকমের টিকিটও কাটে!
ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি,কেউ কথা রাখে না।
লজ্জাশরম! থাকে না।
তখন আর কেউ শাক দিয়ে মাছও ঢাকে না।