কবিতাঃ অরিন্দম মুখোপাধ্যায় (কলকাতা)

অরিন্দম মুখোপাধ্যায়ের কবিতা

চেয়ে দেখি রয়েছে পড়ে আমাদের ছোট্ট ছেলেবেলা অনিত্য প্রবাহে
তার অশ্রু সুদীর্ঘ পথ পেরিয়ে বড় হতে থাকে
অশ্রু কি পাথর হয়ে ঝরে পড়ে ?
হাজার বছর ধরে এই অশ্রু গড়িয়ে চলেছে নিচে
প্রতিটি ফোঁটায় ফোঁটায় স্থির, ঋজু প্রকৃত আকার
তুষার রাশির প্রবাহিত ধারা
পাথর আর তুষার রূপ ভেদে ভিন্ন, ভিন্ন রূপ অঙ্গে একাকার

#
কেউ আমার হাতে তালুকে ভিজিয়ে গেছে
কেউ আবার ব্যাপ্ত তুষার-শুভ্র আলো বিছিয়ে দিয়েছে শরীর জুড়ে
কারও প্রতি আমার ভালবাসা প্রবাহিত ধারার মতো
জল থেকে, শরীর থেকে, পাথর থেকে
যেখানে আমার সর্বশেষ অবস্থান দেখেছিলাম; হিমশীতল, নিজেকে ভেঙে।

3 thoughts on “কবিতাঃ অরিন্দম মুখোপাধ্যায় (কলকাতা)

  1. খুব ভালো লাগলো কবিতাটা

Leave a Reply to অনন্যা মিত্র Cancel reply

Your email address will not be published. Required fields are marked *