বসন্ত উৎসব
ইন্দ্রাণী দত্ত পান্না
একটা খুব ভোরের মাঠের দিকে তাকিয়ে থাকি
অথচ জীবন জুড়ে নীবিড় জঙ্গল এখন
কয়েকটা জল রঙ তবু তুলে রাখি গোপন কোটরে
লক্ষীমন্ত হয়ে ওঠে বিহঙ্গ জীবন
তুমি রিক্ত সঞ্চালক (যদিও করিস্মা ভরপুর) কী ভাবে আটকাবে এই কল্পনাপ্রবণ স্রোত
আমার খিদে তেষ্টা আমি ঐ ঘাসের পাশে বুনে রাখি
অনেক দিন বৃষ্টি না হলেও বেঁচে থাকে কিছু শেকড় বাকড়
মন উপচানো ভালবাসার দিনেও আমি একা হেঁটে পার হয়েছি অচেনা ছায়াপথ
উত্তপ্ত পাথরে পা রেখে রেখে আবার উঠেছি খাদ থেকে
ফাল্গুন চৈত্রের মাঠে আকাঙ্ক্ষা পুঁতে রেখে…
না, এত সহজ করে আর বলব না দূরভাষে হৃদয়তন্ত্রের কথা
ছলনা নিয়ে মুখোশ নিয়ে ভরপুর বিতৃষ্ণা নিয়ে
উঁহু, আর কোন কথা হবেনা।
খুব সুন্দর। আমি তো আপনার গল্পের মুগ্ধ পাঠক। কবিতা আগে পড়িনি। আজ পড়লাম, খুব ভালো লাগলো।