অধরা স্বপ্ন
অমিত লৌহ
অতি ক্ষুদ্র অতি নগন্য
তবুও গড়ে বিশাল চাহিদার সমুদ্র
নেই কোন মূল্য তবুও অমূল্য
চায় সবাই স্পর্শ করতে একটিবার
তবুও পারেনা স্পর্শে রয়ে যায় অনুভবে
ঝরে যায় কতো অশ্রু নীরবে নিভৃতে
ভেঙে যায় হৃদয় করুন ব্যাকুল আর্তনাদে
ভেসে যায় নদীর স্রোতে তবুও পারে না ছুঁতে
আসে যে অতিথির আসনে ক্ষণিক এর অন্তরায় ।