রাহুল রায়চৌধুরীর কবিতা
নিষেধে নিষেধ চারিদিকে আজ, নিষেধেরই কাঁটাতার
অন্ধকারকে সঙ্গী করেছি, ছন্দেরই মুখ ভার
মিশতে চাইছে রাজপথ তবু মেঠোপথ রাজি নয়
মিশে যাক শুধু হৃদয়ে হৃদয়, মানুষেরই হোক জয়
কলরব যদি কলতান হয়, তোর ঠোঁটে রাখি ঠোঁট
পাল্টে নিজেকে বলব না চুমু, বুঝে নিয়ো প্রতিরোধ
ভাজা মাছটাকে উল্টে পাল্টে মুছে নেব গোঁফগুলো
ভিজে বেড়ালের গল্পটা আমি, যদিও ভিতরে হু’লো
বলবে না কিছু যা ইচ্ছে করি, আমিই দেশের রাজা
উলঙ্গ আমি যদি মানো তুমি, বোবা-কালা-কানা সাজা
কাঁদছে মানুষ মরুক গে কেঁদে, করবোটা ভেবে কী
জেনে রেখো তুমি, হর-কিমতেও, ছাড়ব না এ গদি …
খুব খুব ভাল কবিতা।
সুন্দর
ভীষণ ভালো লাগলো।