শিল্পীর কখনো মৃত্যু হয় না/ অলোক বন্দ্যোপাধ্যায়

কখন স্বপ্নের মধ্যে
সমগ্র সত্তার অভিজ্ঞান
মুদ্রিত হয়েছিল তোমার ভাবনায়।
রূপবান দেবশিশু তুমি
ছায়াছবির জগতে তোমার মুকুটে ছিল অজস্র রঙিন পালক
কিন্তু সেই সাফল্য তোমাকে তোমাকে তৃপ্তি দেয়নি
তুমি সেই রাংতার জগৎ থেকে ফিরে এসেছ মানুষের মাঝখানে
কবিতায়, ছবিতে, মঞ্চাভিনয়ের ময়দানে
রাজা লিয়ারের ক্রোধ আর অভিমান বাঙ্ময় হয়ে উঠেছে তোমার শরীরী ভাষায়।
‘এক্ষণ’ সম্পাদনায় তোমার মেধা ও মনন আমাদের কাছে এক পরম বিস্ময়
বার বার তোমার বিচিত্র কর্মকান্ডে
আমরা মুগ্ধ, আপ্লুত
একজন প্রকৃত শিল্পীর কোনোদিন মৃত্যু হয় না
তাই তোমার মৃত্যু আমরা মানি না
তুমি ছিলে, আছ এবং থাকবে আমাদের হৃদয়ের অন্দরমহলে
তোমার বর্ণময় সৃষ্টির উদ্ভাসে।
বহুজনভাবিত কথাটি আবার শুনলাম। হৃদয় ছুঁয়ে গেল।