এই সংখ্যার সম্পাদকীয়ঃ মন্দিরা গাঙ্গুলী

আনন্দের সঙ্গে জানাই অবেক্ষণ পত্রিকার জানুয়ারী দ্বিতীয়,২০২১ এর পাক্ষিক সংখ্যা প্রকাশিত হল। আজ ২৩শে জানুয়ারী, মহান দেশনায়ক , বীর নেতাজী সুভাষ চন্দ্র বসুর একশ পঁচিশ তম জন্মদিন। শ্রদ্ধায় স্মরণ করি নেতাজীকে। এমন একজন নেতার জন্য আজও মানুষ পথ চেয়ে আছে। আজও তাঁর অভাব স্থায়ী হয়ে আছে সকলের মনে। সমস্ত দেশে তাঁর জন্মদিন পালন হবে, অবেক্ষণের পাতাতেও আছে নেতাজীর প্রতি শ্রদ্ধাঞ্জলি । দুদিন পর দেশের আরও একটি মহান দিন ২৬শে জানুয়ারী , প্রজাতন্ত্র দিবস। সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই।

সাহিত্য অনুরাগী বাঙালির এই সময়ের পত্রিকা অবেক্ষণ। সু-সাহিত্য চিত্ত বিনোদনের সঙ্গে চিত্ত নির্মাণও করে, সেই ভাবনাতেই অবেক্ষণ পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে চলেছেন অগনিত লেখক, শিল্পী এবং একনিষ্ঠ পাঠক। সকলকে পত্রিকার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। পত্রিকার প্রত্যেক সংখ্যার মত এই সংখ্যাও আশাকরি সকলের ভালো লাগবে। পত্রিকার লিঙ্ক ছুঁয়ে নিজেরা পড়ুন এবং শেয়ার করে পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন।

সুপরিচিত কবি এবং লেখকের পাশাপাশি নতুনদের লেখাও আমরা প্রকাশ করি, এবং প্রকাশ করতে চাই। আপনার অপ্রকাশিত সেরা লেখা পাঠান, মনোনীত হলে নিশ্চয়ই প্রকাশিত হবে। লেখা নির্বাচনের সময় সাহিত্যগুণই একমাত্র বিবেচনার বিষয় থাকে, চেনা অথবা সুপরিচিত লেখকের লেখা কিনা তা বিবেচ্য হয়না। আপনার কোন লেখা প্রকাশিত না হলে অনুরোধ করব আবার আপনার সেরা অপ্রকাশিত লেখা abekshanpatrika@gmail.com এ মেইল করে পাঠান, অবশ্যই মনোনীত হবে।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালোবেসে লিখুন ভালোবেসে পড়ুন।

3 thoughts on “এই সংখ্যার সম্পাদকীয়ঃ মন্দিরা গাঙ্গুলী

  1. বাঃ। সহজ সুন্দর আন্তরিক সম্পাদকীয় পড়লাম। ভাল লাগল।

  2. সুন্দর ও সময়োপযোগী উল্লযোগ্য হয়ে উঠছে সম্পাদকের হাতে আমাদের ও সকলের অবেক্ষণপত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *