কবিতাঃ ঝরে যেতে যেতে – পিনাকী দত্ত গুপ্ত

ঝরে যেতে যেতে
পিনাকী দত্ত গুপ্ত

বসন্ত একাকী তাই নগরের বুকে
এলিয়ে পড়েছে ক্লান্ত কোজাগরী চাঁদ।
অপরাহ্নে জেগেছিলো যে সুখী আবাদ,
কুয়াশার আস্তরণ আজ তার মুখে।
ঘিরে ধরে জতুগৃহ। কালের অসুখে
বিবর্জিত পুণ্য খোঁজে অবিন্যস্ত সাধ !
কতোটা প্রগাঢ় হলে তীব্র অবসাদ
পরজন্মের চেহারা মৃত্যু দেখে ঝুঁকে।
এবার যাবার পালা অনাদৃত রাত!
অসমর্থ হাত দিয়ে ধরে রাখি কাল;
যদিও আমার পাশে কেউ নেই তাও
যদিও খানিক দূরে প্রথিত প্রভাত।
তবুও রেখেছি তুলে মাস্তুল ও পাল,
দিগন্তে মেশার আশে যদি খুঁজে নাও!

3 thoughts on “কবিতাঃ ঝরে যেতে যেতে – পিনাকী দত্ত গুপ্ত

Leave a Reply to অঙ্কন Cancel reply

Your email address will not be published. Required fields are marked *