মেয়েবেলা
সুতপা ধর চ্যাটার্জী
শুকিয়ে যাওয়া রঙিন শাড়ি বিকেল হাওয়ায় দুলছে
কার্নিশে একটুকরো খেয়াল রোদের মতোই ভাসছে
সন্ধে তাকে কুড়িয়ে নিল আলতো অবহেলায়
এমনই এক আঁকছি ছবি আমার মেয়েবেলার ।
বন্ধু- বিকেল, ফ্রকের ভেতর হঠাৎ বড় হওয়া
হাতের মুঠোয় বন্ধ চিঠি আড়াল খুঁজে যাওয়া
জুতোর বাক্সে তিনটে পুতুল, খেলনাবাটি খেলা
জাফরানি রঙ আকাশ সাক্ষী আমার মেয়েবেলার ।
পালক পালক স্বপ্ন নিয়ে আগুন হতে চেয়ে
সুখ অসুখের গরল গলায় নীলকন্ঠী মেয়ে
শরীর জুড়ে বিষবৃক্ষ ছড়ালো ডালপালা
সবুজ বনে থমকে আছে আমার মেয়েবেলা।
কি যেন নেই…কি হারাচ্ছে… এমন অভিমানে
স্টেশন গুলো পার হয়ে যায় একলা একার ট্রেনে
বৈশাখী ঝড় আসবে জেনেও সব জানালা খোলা
বুকের ভেতর মেঘ রোদ্দুর আমার মেয়েবেলা।।
ভীষণ সুন্দর। এমনই এক মেয়েবেলা ফেলে এসেছি তো আমিও!