জনপ্রিয় সংস্করণ
অমর চক্রবর্তী
ভালোবাসার জনপ্রিয় সংস্করণ
ভুল ইতিহাস লেখার মতো
সেই ভুল ভাইরাল হয়
স্বচ্ছতার ব্যাকরণ থাকে না।
যে ভালোবাসে সে রোজ রোদে হাত পোড়ায়
সাগরে মাথা ভেজায়(দুঃখ সাগর)
কলম্বাস হয়ে প্রদেশ আবিষ্কারে যায় তারপর…..
তারপর শিউলির মায়া ছড়িয়ে বলে
সুচরিতা আমি তোমায় ভালোবাসি
এই নাও আমার দিন রাত সকাল সন্ধ্যা গোধূলি প্রভাত
এই নাও নিঃশ্বাস প্রশ্বাস
চলো ঝুলন খেলি আমাদেরও হবে রাস।
আর জনপ্রিয় সংস্করণ!শোনো
‘তোমরা যে বল দিবসরজনী ভালোবাসা ভালোবাসা’
আর ছেলেটা বলে,কালা হিট ব্যস্
আমার চাই দেহখানি।
এই সংস্করণ হাজার হাজার ছুঁয়ে ফেলেছে
মধুপুরের বাজার ।
দারুণ ❤️🙂
হ্যা, ভুল ইতিহাস। অনেক কথা বলার বিষয়গুলো নিথর পাথর চাপা প্রাগৈতিহাসিক যুগ থেকে।
কবিতা সুন্দর লাগলো। অভিনন্দন।
খুব ভালো লাগলো।
খুব ভালো লাগলো।