দাবা
শুভাশীষ দত্ত
যিনি উজ্জ্বল রণবেশধারী তিনি যুদ্ধপ্রিয় রাজা নন ;
যিনি সর্বশক্তিমান মন্ত্রী তিনিও নন প্রকৃত লোক ;
নৌসেনা থেকে পদাতিক, অশ্বারোহী থেকে হস্তী
সকলেই কোনো না কোনো মারপ্যাঁচে বাঁধা।
সাদা কালো চৌষট্টি ছকে তারা কেবল
রক্তঝরানো ঘুটি – বাইরে নিষেধ পা ফেলা ;
যুদ্ধপ্রিয় রাজা নিরীহ জনসাধারণ রূপে
তাদের ভাগ্যের ঝুঁটি ধ’রে নাড়ায়।
ভালো। খুব ভালো।
ছোট হলেও বাঙময় কবিতা।
অনেককিছু বলা আছে এই কবিতায়। খুব ভালো লাগলো।