কবিতাঃ মধুর বাজাও – ঝুমা মজুমদার চৌধুরী

মধুর বাজাও
ঝুমা মজুমদার চৌধুরী

আকাশ ও আকাশ, কালোজলে বিষিয়েছি
পরতে পরতে শ্বাস তোমার, ঢেলেছি সুপ্ত লাভা,
দগ্ধ ঘাসফুল, বাগান পদ্মফোটা
জারুল শিমুল শিশির ঝরা বকুল…
নমস্য জেনেও তরোয়াল জিহ্বায়
ক্ষত বিক্ষত উদার অসীম , বুক চিরে
বলোতো তৃণ নষ্ট হও নি প্রতিনিয়ত !
তারও পরে ফিরে তাকাবে কি উদাসীন ?
ক্ষমা যদি চাই কুসুম আলোয় ভরাবে প্রাণ !
নশ্বর এ বিষ দেহ আজ যদি নত অপরাধ নিও না
আকাশ ও আকাশ ….

শরীর শিশির হলে বুকে ধরো অরণ্য
যে বাঁশি লুকোনো তোমার কাছে বাজিও
মধুর বাজাও অরণ্য..

2 thoughts on “কবিতাঃ মধুর বাজাও – ঝুমা মজুমদার চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *