অন্তরা
চিরশ্রী দেবনাথ
পৃথিবীর বুক থেকে চলে গেছে বিষণ্ণ উৎসবের পরিক্রমা
ঘাসের মুখে জমে আছে শিশির, কুয়াশার ফেস্টুন, দু একটি বিলুপ্ত প্রায় কাঁচপোকার ভাঙা পিঠ
সকলের মনের বিষাদ বিচ্ছিন্ন দ্বীপের মতো জেগে উঠেছে
মৃত্যুর মিছিল তাকে ফাঁসের মতো চেপে ধরে ভেতর থেকে টেনে আনছে অহং,
আমাদের অসহায়তা থেকে কবিতা হচ্ছে, গানের ধুন।
বলিনি একবারো কবিতা শুনতে হবে, গান শুনে দিতে হবে হাততালি
ব্যথায় নীরব হয়ে থাকাকে অক্ষরের রূপ দিলাম
ধুলো হয়ে উড়ে যাবে বলে তারা সংগ্রহ করেছে ঘর ফেরত পাখির গান,
মাছরাঙার ঠোঁট থেকে চুরি গেছে অপেক্ষার রোদ
এই অসময়ে যারা ভালোবেসেছে, প্রলাপ লিখেছে
তাদের উষ্ণতম সংলাপে, মোমবাতি জ্বলে উঠছে, নীলাভ আবহ
কোথাও প্রদীপের তেল গড়িয়ে আঠালো করে দিয়েছে সম্পর্কের ধোঁয়াশা
আমাদের কান্নার ভেতরে যে আলো আছে,
সেই আলো দিয়ে জ্বালিয়ে দিও কেউ বেঁচে থাকার রঙ,
উদ্ভাস আনো, আনো সমৃদ্ধির দরখাস্ত
মানুষীর হৃদয়ে আসন পাতা আছে , কুশ থেকে ঝরছে রক্তধারা,
নদীপ্রান্তরের কাদামাটিস্তূপে জননের প্রস্তুতি,
তার করতলেই তোমার প্রিয় সুবাস, স্বার্থপর আকুতি, হরিয়াল পাখির ঠিকানা।
ভাল লাগল…💐
বেশ। কবিতা মনের কথা কয়। স্বাগতম।
অসাধারণ কবিতা
চিরশ্রী দেবনাথ আমার প্রিয় কবি। এবারেও দারুণ লিখেছেন। আর মন্দিরা গাঙ্গুলীর পাকা হাতে অবেক্ষণ তরতরিয়ে উঠে যাচ্ছে দেখেও খুব খুশি।
অমিত চক্রবর্তী
অনেক ধন্যবাদ আর একরাশ শুভেচ্ছা।
খুব ভালো লাগলো।