পার্থ বসু অমর থাকুনঃ রাধাকৃষ্ণ গোস্বামী (রাধু)

পার্থ বসুর সঙ্গে আমার অনেক দিন আগে থেকেই আলাপ পরিচয় থাকা উচিত ছিল। কিন্তু, দুজনের বাড়ির দূরত্ব আর কয়েকটি হাতে গোণা সংক্ষিপ্ত আলোচনা সভা ছাড়া অন্যত্র আলাপ হবার সুযোগ ঘটে নি। আজ থেকে বারো পনের বছর আগে আমরা দুজনেই নিজের নিজের রুজি রোজগার নিয়ে ভীষণ ব্যস্ত থাকায় সেই শুভ মুহূর্তটি আসেনি যখন পরস্পর পরস্পরকে জরিয়ে ধরে বন্ধুত্বকে রূপ দেব।  এছাড়া অবসর জীবনটাকে বৈষ্ণব সাহিত্যের বিভিন্ন ভুল ধারণা ও ভুল রীতি নিয়ে চিন্তা করার স্বাধীনতা স্বেচ্ছায় গ্রহণ করে সামান্য কিছু লেখাপড়া ও লেখালেখিতে ব্যাপৃত থাকতে শুরু করেছিলাম‌। হাওড়ার কবি সাহিত্যিক বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার পথ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তার উপরে বৎসরের এক সময় কলকাতা বইমেলায় অন্তত সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার সুযোগ থাকতো। কিন্তু কলকাতার মাঠ ছেড়ে এই মেলা সল্টলেকের মাঠে চলে যাবার পর দুই তিন বছর মাত্র একদিন করে কষ্টে সৃষ্টে গিয়ে সেভাবে প্রাণিত হতে পারিনি। দোষ হয়তো নিজের বা বয়েসের।পার্থবাবু সুলেখক ছিলেন তা তাঁর একাধিক লেখা পাঠ করে বুঝতে পেরেছি। সবাইকে একদিন চলে যেতে হবে তা আমি আপনি জানি, এটা জানার জন্য শ্রীমদভগবত গীতা পড়লে ভালো না পড়লেও আমাদের জীবন তা শিখিয়ে দেয়।তবে আমাদের পূর্বজরা যাঁরা আগে চলে গেছেন তাঁরা কেউ নির্মম মানুষের ষড়যন্ত্রের শিকার হন নি। কলেরা, টাইফয়েড, কালাজ্বর, ধনুষ্টঙ্কার, গুটি বসন্ত, মধুমেহ, রক্তচাপ, ম্যালেরিয়া, প্লেগ, ডেঙ্গু, চিকনগুনিয়া বা নাম না জানা বিভিন্ন অসুখ বা হঠাৎ অজানা কারণে বা দুর্ঘটনায় বা প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক বা ধর্মান্ধতার বা অন্য কোনো কারণে হিংসার বলি হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছেন। তাঁদের কথা আজও মনে আছে বা পড়ে। কিছু আগের ইতিহাস মনে পড়ে পারমাণবিক বোমায় হিরোসিমা নাগাসাকিতে মৃত্যুর তাণ্ডব। আজও যুদ্ধ জয়ের জন্য বা অপরকে দাবিয়ে রাখার জন্য পরীক্ষাগারে নানান মারণাস্ত্র রাসায়নিক ইত্যাদি ইত্যাদি তৈরী হয়ে চলেছে। কিন্তু সারা পৃথিবীর মানুষ কোভিদ তথা করোনার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে, আক্রান্ত জনের নিকট জনেরাও সহানুভূতি বা সেবা কিছুই করতে পারেন না, সাহস থাকলেও প্রসাশনের কড়া পাহারা। হায়, এই সর্বকালের জন্য নিন্দনীয় করোনা একজন সুলেখক পার্থ বসুকে আমাদের কাছ থেকে কেড়ে নিল। তাঁর এই মৃত্যু আমাকে কতটা আঘাত দিয়েছে তা বোঝাবার ভাষা আমি জানিনা।।তাঁর আত্মার শান্তি হোক কামনা করি বারবার। 

3 thoughts on “পার্থ বসু অমর থাকুনঃ রাধাকৃষ্ণ গোস্বামী (রাধু)

  1. লেখার মধ্য দিয়ে উনি বেঁচে থাকবেন। আপনাদের এই স্মৃতিচারণা বারবার ওনাকে মনে করাবে।

  2. আন্তরিক শ্রদ্ধা জানাই কবিকে । এই করোনা যে কত আপনজন কে স্বজনের কাছ থেকে কেড়ে নেবে , কে জানে?

Leave a Reply to Krittika Bhaumik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *