কবিতা
অরিন্দম মুখোপাধ্যায়
তোমার দূরের শব্দ কান পেতে শুনতে চেষ্টা করি
গহনে সুদীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে
তোমার নৈঃশব্দ্য আমি শুনি শান্ত হৃদয় বিছিয়ে
শিশির বিন্দু কি তাই ছুঁয়ে থাকে ঘাসের শরীর?
#
কে তুমি দাঁড়িয়ে আছো পেরিয়ে সহস্র আলোকবর্ষ
প্রতি মুহূর্তের শব্দ, মুহূর্তে মুহূর্তে ঝরে পড়ে
একটা একটা করে ফিরে চলে যায় কক্ষহীন পথে
দূরত্বে দূরত্ব জাগে ব্রহ্মে আলো জাগে মায়া স্পর্শ
#
নৈঃশব্দে তোমার মন্ত্র ধ্বনি শুনে অন্তর ব্যাকুল
প্রতিটি নৈঃশব্দে জেগে ওঠে সাদা মাটা উচ্চারণ
অন্য এক নিকষ অন্ধকারের সম্মুখে হাত পেতে
আপন খেয়ালে গায় সহজিয়া গোঁসাই বাউল
অপূর্ব
অসংখ্য ধন্যবাদ জানাই, ভালো থাকুন, আনন্দে থাকুন।
তাঁর দূরের বাণী শোনার অপেক্ষায় কান পেতে থাকা। অসম্ভব ভাল লাগল।
খুব সুন্দর
অসংখ্য ধন্যবাদ জানাই। আমি মানি পাঠকই লেখককে পরিচিত করেন। আপনারা পড়েন বলেই না আমরা লেখা প্রকাশের এতো সাহস পাই। ভালো থাকুন, আনন্দে থাকুন।
অসংখ্য ধন্যবাদ জানাই, ভালো থাকুন, আনন্দে থাকুন।
খুব ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ জানাই, ভালো থাকুন, আনন্দে থাকুন।
এক আশ্চর্য অনুভবের সামনে নীরব মুগ্ধতা রেখে গেলাম।