তবু একাকী
কৃত্তিকা ভৌমিক
দীর্ঘ সুনিবিড় ছায়াপথ
আনন্দঘন পথে নেই সরীসৃপের আনাগোনা
গ্লানি নেই, ঘৃণা নেই,
ভালবাসার নিত্য চলাচল।
কৃষ্ণচূড়া সর্বদাই অমলিন সেথা
পথপাশে অবহেলায় পড়ে থাকা…
অনামী ফুলেও প্রেমের মোড়ক ।
ফুলদানিতে শোভা পায় ভালবাসার গোলাপ
বেল আর রজনীগন্ধার সুবাস মন টানে।
খেয়ালী বাতাস বলে যায়,
তার ভালো থাকার কথা
সুনিপুন প্রেমের আলোর রোশনাই।
ফ্রেমে বাঁধানো ছবির মতন সুন্দর সব
তবু ধূসর গলিপথে
একাকিত্বের মলিন আসা যাওয়া।। ——————-
বাহ্। সুন্দর।
বেশ সুন্দর
ভাল লাগল।